যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ?

A ইউরিয়া

B এমপি

C টিএসপি

D কম্পোস্ট

Solution

Correct Answer: Option A

- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ কারখানাটি যমুনা নদী হতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে ১৯৯২ সালে তারাকান্দি, থানা- সরিষাবাড়ী, জামালপুর জেলায় স্থাপিত হয়।

- - এ সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়।

- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions