বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ' চিন্তা ও বিবেকের' স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
Solution
Correct Answer: Option A
- অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা
- অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা
- অনুচ্ছেদ ৩৮: সংগঠনের স্বাধীনতা
- অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
- অনুচ্ছেদ ৪০: পেশা বা বৃত্তির-স্বাধীনতা
- অনুচ্ছেদ ৪২: সম্পত্তির অধিকার