সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে?

A গঙ্গা

B ফেনী

C বরাক

D ব্রহ্মপুত্র

Solution

Correct Answer: Option C

- 'টিপাইমুখ বাঁধ' বাংলাদেশ-ভারত সিমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের 'বরাক' নদীর ওপর নির্মিত একটি বাঁধ ।

- টিপাইমুখ গ্রামে অবস্থিত বরাক এবং 'তুইভাই' ন্দীর মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ৫০০ ফুট উঁচু ও ১ হাজার ৬০০ ফুট একটি বাঁধ টিপাইমুখ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions