কোন গাছের কাঠ হতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
A গরান
B গেওয়া
C ধুন্দল
D চাপালিশ
Solution
Correct Answer: Option B
- গেওয়া কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়।
- ধুন্দল গাছের কাঠ থেকে পেন্সিল প্রস্তুত করা হয়।
- গরান গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়।