কোন ব্যবসায় ক,খ,গ এর মূলধন যথাক্রমে ৩২০,৪০০ এবং ৪৮০টাকা। ব্যবসায় ৩০০ টাকা লাভ হলে ক অপেক্ষা গ কত টাকা বেশি পাবে ?
A ৬০টাকা
B ৮০টাকা
C ১২০টাকা
D ৪০টাকা
Solution
Correct Answer: Option D
ক, খ,গ এর মূলধনের অনুপাত = ৩২০ : ৪০০ : ৪৮০
= ৩২ : ৪০ : ৪৮
= ৪ : ৫ : ৬
অনুপাতগুলাের যােগফল = ৪ + ৫ + ৬ = ১৫
ক পায় = ৩০০ এর ৪/১৫ = ৮০ টাকা
গ পায় = ৩০০ এর ৬/১৫ = ১২০ টাকা
∴ গ অপেক্ষা ক কম পাবে = (১২০ - ৮০) টাকা = ৪০ টাকা।