নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩ ?
Solution
Correct Answer: Option A
মনেকরি, সংখ্যা দুইটি ক ও ক + ১
প্রশ্নমতে,
(ক + ১)২ - ক২ = ৪৩
⇒ ক২ + ২ক + ১২ - ক২ = ৪৩
⇒ ২ক + ১ = ৪৩
⇒ ২ক = ৪৩ - ১
⇒ ২ক = ৪২
⇒ ক = ২১
∴ সংখ্যা দুইটি ২১ ও ২১ + ১ = ২২