তিন দিনে একটি কাজের ১/২৯ অংশ শেষ হলে ঐ কাজের তিন গুন কজ করতে কত দিন লাগবে?
A ২৯ দিন
B ৮৭ দিন
C ২৬১দিন
D ৩০০দিন
Solution
Correct Answer: Option C
১/২৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২৯ × ৩) দিনে = ৮৭ দিনে।
সুতরাং, তিন গুণ কাজ করে = (৮৭ × ৩) দিনে = ২৬১ দিনে