২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪:১। গহনাটিতে আর কতটুকু সোনা মিশালে এতে সোনা ও তামার অনুপাত ৫:১ হবে?
Solution
Correct Answer: Option A
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৪ + ১ = ৫
২৫ গ্রামে সোনা আছে = (২৫ × ৪)/৫) গ্রাম = ২০ গ্রাম
তামা আছে = ২৫ - ২০ = ৫ গ্রাম
ধরি,
ক গ্রাম সোনা মিশাতে হবে
প্রশ্নমতে,
(২০ + ক) : ৫ = ৫ : ১
বা, (২০ + ক)/৫ = ৫/১
বা, ২০ + ক = ২৫
বা, ক = ২৫ - ২০
∴ ক = ৫