ক ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে ক, খ ও গ এর মানের গড় কত হবে?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, ক, খ এর মানের গড় ৯
∴ ক, খ এর মোট মান = ৯ × ২ = ১৮
আবার,
গ এর মান ১২
ক, খ এবং গ এর মোট মান = ১৮ + ১২ = ৩০
∴ ক, খ এবং গ এর মানের গড় = ৩০/৩ = ১০