একটি Econo কলমের মূল্য ৫ টাকা এবং একটি Matador কলমের মূল্য ৪ টাকা। যদি ঐ দোকানদার ৫০০টি কলম বিক্রি করে ২৩০০ টাকা পায়, তবে সে কয়টি Econo কলম বিক্রয় করেছিল?
A ২৭৫
B ৩০০
C ৩১৫
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
ধরি, Econo কলম বিক্রয় করেছিল = ক টি
Matador কলম বিক্রয় করেছিল = (৫০০ - ক) টি
প্রশ্নমতে,
৫ক + ৪(৫০০ - ক) = ২৩০০
বা, ৫ক + ২০০০ - ৪ক = ২৩০০
বা, ক = ২৩০০ - ২০০০
∴ ক = ৩০০
∴ Econo কলম বিক্রয় করেছিল ৩০০ টি