যদি a < b, তাহলে নিচের কোন সংখ্যাটি a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট হবে?
A (a + b)/2
B ab/2
C b - a
D ab
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, a = 1 , b = 2
তাহলে,
ক) (a + b)/2 = (1 + 2)/2 = 3/2 = 1.5
যা a এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট ।
খ) ab/2 = (1 × 2)/2 = 1
যা a এর সমান
গ) b - a = 2 - 1 = 1
যা a এর সমান
ঘ) ab = 1 × 2 = 2
যা b এর সমান।