x, y এবং z এর মধ্যে ১৪০০ টাকা এমনভাবে ভাগ করা হলো যেন x পেল y এর দ্বিগুণ এবং y পেল z এর দ্বিগুণ। তাহলে y কত টাকা পেল?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
z পেল = a টাকা
y পেল = 2a টাকা
x পেল = 4a টাকা
প্রশ্নমতে,
a +2a +4a = 1400
⇒ 7a = 1400
⇒ a = 1400/7
∴ a = 200
∴ y পেল = 2 × 200 টাকা = 400 টাকা