বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়?
A ৪০০
B ৪২৫
C ৪৫০
D কোনোটিই না
Solution
Correct Answer: Option C
১০০ টাকার ১ বছরের সুদ = ৩ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৩/১০০ টাকা
∴ ৫০০ টাকার ৬ বছরের সুদ = (৩ × ৫০০ × ৬)/১০০ টাকা = ৯০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ = (৫ × ৪) টাকা = ২০ টাকা
২০ টাকা সুদ যখন আসল ১০০ টাকা
১ টাকা সুদ যখন আসল ১০০/২০ টাকা
∴ ৯০ টাকা সুদ যখন আসল ১০০ × ৯০/২০ টাকা = ৪৫০ টাকা