10 জন ছাত্রের গড় নম্বর x। যদি অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20 হয়, তবে ঐ 15 জন ছাত্রের গড় নম্বর কত হবে?
A (10x + 20)/(x + 5)/15
B (10x + 20)/(x + 5)
C (x + 10)/1.5
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
10 জন ছাত্রের গড় নম্বর x
∴ 10 জন ছাত্রের মোট নম্বর 10x
অন্য 5 জন ছাত্রের গড় নম্বর 20
∴ অন্য 5 জন ছাত্রের মোট নম্বর 20 × 5 = 100
15 জন ছাত্রের মোট নম্বর = 10x + 100
∴ 15 জন ছাত্রের গড় নম্বর = (10x + 100)/15
= {10(x + 10)}/15
= (x + 10)/1.5