১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?
A ১০
B ১৫
C ২০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
প্রথম ৪টির গড় ৫০
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫০ = ২০০
শেষ ৫টির সংখ্যার গড় ৩২
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩২ = ১৬০
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০০ + ১৬০) = ৩৬০
∴পঞ্চম সংখ্যাটি = ৩৮০ - ৩৬০ = ২০