একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল। সুমন ২৫%, ফারুক ৩৫% এবং বাবু অবশিষ্ট ২০০ ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল?
A ১২৫
B ১৩৫
C ১৫৫
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
বাবু ভোট পেল = (১০০ - ২৫ - ৩৫)%
= ৪০%
৪০% ভোট = ২০০টি
∴ ১% ভোট = ২০০/৪০ টি
∴ ২৫% ভোট = (২০০ × ২৫)/৪০ টি = ১২৫টি