যদি xyz < 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
A xy > 0
B xy < 0
C xy < z
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
এখানে, xyz < 0 অর্থ xyz এর মান ঋণাত্মক।
এবং z < 0 অর্থ z এর মান ঋণাত্মক।
তাহলে,
xyz = xy × z = xy × ঋণাত্মক।
সুতরাং xy এর মান ধনাত্মক হলে xyz এর মান ঋণাত্মক হবে।
∴ xy > 0 অবশ্যই সঠিক হবে।