একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?
A ৮৫.৫
B ৮০.৫
C ৭৬.৫
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
বইয়ের মূল্য ১০০ টাকা
১০% হ্রাসে
বইটির মূল্য = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০ টাকা
∴ বইটির নতুন মূল্যের উপর ৫% ছাড়ে
বিক্রয় মূল্য = ৯০ - ৯০ এর ৫%
= ৯০ - ৯০ এর ৫/১০০
= ৯০ - ৪.৫
= ৮৫.৫