বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি?

A ফারুক খান

B মহিবুল হাসান চৌধুরী

C সৈয়দ আবুল হোসেন

D দীপু মনি

Solution

Correct Answer: Option B

• ১১ জানুয়ারি ২০২৪ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভা শপথ গ্রহণ করে।

মন্ত্রী
• মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় - আ.ক.ম. মোজাম্মেল হক(গাজীপুর-১)
• সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় - ওবায়দুল কাদের(নোয়াখালী-৫)
• অর্থ মন্ত্রণালয় - আবুল হাসান মাহমুদ আলী(দিনাজপুর-৪)
• শিল্প মন্ত্রণালয় - নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন(নরসিংদী-৪)
• স্বরাষ্ট্র মন্ত্রণালয় - আসাদুজ্জামান খান(ঢাকা-১২)
• পররাষ্ট্র মন্ত্রণালয় - মোহাম্মদ হাছান মাহ্‌মুদ(চট্টগ্রাম-৭)
• সমাজকল্যাণ মন্ত্রণালয় - ডা. দীপু মনি(চাঁদপর-৩)
• স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় - ডা. সামান্ত লাল সেন(হবিগঞ্জ-টেকনোক্র্যাট)
• শিক্ষা মন্ত্রণালয় - মহিবুল হাসান চৌধুরী(চট্টগ্রাম-৯)

প্রতিমন্ত্রী
• মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় - সিমিন হোসেন (রিমি)(গাজীপুর-৪)
• প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় - রুমানা আলী(গাজীপুর-৩)
• বাণিজ্য মন্ত্রণালয় - আহসানুল ইসলাম টিটু(টাঙ্গাইল-৬)

মন্ত্রীসভায় ৪ নারী
- শেখ হাসিনা, ডা. দীপু মনি, সিমিন হোসেন (রিমি), রুমানা আলী।

বিশ্বে দীর্ঘমেয়াদী নারী শাসক
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত সংসদ নেতা হন শেখ হাসিনা ।
- বিশ্বে পরপর টানা চার মেয়াদে এবং মোট পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড কেবল শেখ হাসিনার।
- তিনি ৮বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions