সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

A A

B B

C C

D D

Solution

Correct Answer: Option D

- একমাত্র ভিটামিন ডি ত্বকে তৈরি হয় হয় রোদ পাওয়ার পরেই!
- ভিটামিন ডি হরমোন, ভিটামিন নয়।
- ত্বক ভিটামিন ডি তৈরির জন্য দায়ী, সূর্যের আলোর সংস্পর্শের সময়, অতিবেগুনী বিকিরণ এপিডার্মিসে প্রবেশ করে এবং ফটোলাইজ প্রোভিটামিন ডি3 থেকে প্রবিডামিন ডি3 এ প্রবেশ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions