‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ -এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A আধিপত্য
B সুনাম
C মূল্য
D সম্মান
Solution
Correct Answer: Option D
'মুখ তোলা' অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - তুম আমার সাথে থাকলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।
মুখ রাখা - সম্মান রক্ষা করা
উদাহরণ - টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ