‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’ - তাকে এককথায় কি বলে?

A অবিমৃষ্যকারী

B ভবিষ্যৎ বাণী

C অচিন্তনীয়

D ভূতপূর্ব

Solution

Correct Answer: Option A

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আরও কিছু বাক্য সংকোচনঃ
যাকে ভাষায় প্রকাশ করা যায়না -- অনির্বচনীয়
এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে
যা লাফিয়ে চলে -- প্লবগ
যার কিছু নেই-- অকিঞ্চন
সম্পূর্নরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত
বৃষ্টির জল --- শীকর
গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা
আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী
যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions