Solution
Correct Answer: Option D
- যেসব noun বা বিশেষ্য পদ কোন ব্যক্তি, বস্তুর, স্থান সম্পর্কে এমন কিছু ধারণা, অনুভূতি বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় তাদেরকে Abstract Noun বা ভাববাচক/ গুণবাচক বিশেষ্য পদ বলা হয়ে থাকে।
- Humility শব্দের অর্থ হচ্ছে অবমানিত অবস্থা ।এটি দেখা বা ছোঁয়া যায় না। তাই এটি abstract noun.
- কয়েকটি abstract noun এর উদাহরণঃ beauty, honesty, love, desire, fear, touch, regret, cruelty.