তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি ৩৯ হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত?
Solution
Correct Answer: Option B
ধরি,
সংখ্যা তিনটি ক, ক + ১, ক + ২
প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ =৩৯
বা, ৩ক + ৩ = ৩৯
বা, ৩ক = ৩৬
∴ ক = ১২
সংখ্যা তিনটি ১২, ১৩, ১৪
সংখ্যা তিনটির গুণফল = ১২ × ১৩ × ১৪ = ২১৮৪