বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
A যুক্তরাজ্য
B জার্মানী
C স্পেন
D গ্রীস
Solution
Correct Answer: Option B
- স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)
- স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)
- প্রথম আরব দেশ ইরাক (৮ জুলাই ১৯৭২)
- মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) ।