'দিবর দিঘী' কোন উপজেলায় অবস্থিত?

A বিলাইছড়ি

B গলাচিপা

C পত্নীতলা

D আদমদিঘী

Solution

Correct Answer: Option C

- নওগাঁ জেলা পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের নওগাঁ-সাপাহার রাসত্মার উত্তর পার্শ্বে ২কি:মি: দূরে অবস্থিত।
- তফসিল: দিবর মৌজার খতিয়ান নং-০১,দাগ নং-হাল ২৩১৪,জমির পরিমান:দিঘীর পাড় সহ ১৯.২৪ একর।
- পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী স্থাপনা দিবর দিঘী, দিবর দিঘীতে অবস্থিত দিব্যক জয়স্থম্ভ রয়েছে।
- এ দিঘী স্থানিয় জনগনের কাছে কর্মকারের জলাশয়ের নামে পরিচিত।
- দিঘীটির জলাশয়ের আয়তন প্রায় ৬০ বিঘা জমির উপরে অবস্থিত।
- দিবর দিঘীর মধ্যখানি অবস্থিত আটকোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এতবড় সত্মম্ভ বাংলাদেশে বিরল।
- এই সত্মম্ভের উচ্চতা ৩১ ফুট আট ইঞ্চি।
- এই সত্মম্ভের কোন লিপি নেই। সত্মম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions