একটি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?
A ৩০০
B ১৮০
C ১০৮
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট
কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৯ বর্গফুট = ১০৮ বর্গফুট
৬০% মেঝের ক্ষেত্রফল ১০৮ বর্গফুট
∴ ১০০% মেঝের ক্ষেত্রফল (১০৮ × ১০০)/৬০ বর্গফুট = ১০৮০০/৬০ বর্গফুট = ১৮০ বর্গফুট