৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
A ৬.১
B ৩০.১
C ৩৪.৩
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
৭টি সংখ্যার গড় ৪০
৭টি সংখ্যার সমষ্টি = ৪০ × ৭ = ২৮০
৩টি সংখ্যার গড় = ২১
৩টি সংখ্যার সমষ্টি = ২১ × ৩ = ৬৩
১০টি সংখ্যার সমষ্টি = ২৮০ + ৬৩ = ৩৪৩
∴ ১০টি সংখ্যার গড় =২৪৩/১০ = ৩৪.৩