প্রতি ৪ কলাম-ইঞ্চি (২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চ) বিজ্ঞাপনের দর ২,৪০০ টাকা। একটি ৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত টাকা?
A ৯,০০০
B ১৮,০০০
C ৬,০০০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
২ কলাম চওড়া ও ২ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০ টাকা
১ কলাম চওড়া ও ১ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= ২,৪০০/(২ × ২) টাকা
৫ কলাম চওড়া ও ৩ ইঞ্চি উচ্চতার বিজ্ঞাপনের দাম= (২,৪০০ × ৫ × ৩)/(২ × ২) টাকা
= ৯০০০ টাকা