রহিম ১ সপ্তাহে ৪৯টি চেয়ার বানাতে পারে। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?
A ২১০
B ২০৩
C ১৯৬
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
১ সপ্তাহ = ৭ দিন
২০১০ সালের ফেব্রুয়ারি মাস = ২৮ দিন
৭ দিনে চেয়ার বানাতে পারে = ৪৯ টি
১ দিনে চেয়ার বানাতে পারে = ৪৯/৭ টি
২৮ দিনে চেয়ার বানাতে পারে = (৪৯ × ২৮)/৭ টি
= ১৯৬ টি