৪টির বেশি বই কিনলে প্রতিটি বইতে ৫% মূল্য ছাড় দেওয়া হয়। ১৫০ টাকার ১টি বই, ১২০ টাকার ১টি বই, ১১০ টাকার ১টি বই, ১০০ টাকার ১টি বই ও ৮০ টাকার ১টি বই কিনলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে?
A ২৮
B ৫৬
C ২০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
বই গুলোর মোট দাম = (১৫০ + ১২০ + ১১০ + ১০০ + ৮০) টাকা
= ৫৬০ টাকা
∴ মূল্য ছাড় পাওয়া যাবে = ৫৬০ এর ৫%
= (৫৬০ এর ৫/১০০) টাকা
= ২৮ টাকা