Solution
Correct Answer: Option C
✔বাংলাদেশের প্রধান ধান চাষ হচ্ছে বোরো।
✔কৃষি বিভাগ বলছে, উফশি জাতের ধানের ফলন হেক্টর প্রতি সাড়ে চার থেকে ৫ টন। যা স্থানীয় জাতগুলোর তুলনায় দ্বিগুণ। তাই এই ধানের আবাদ করলে লাভবান হবেন চাষিরা।
✔বাংলাদেশে সর্বপ্রথম ইরি-৮ জাতের উফশি জাতের ধান আমদানি করা হয় যা এখনও এদেশে চালু আছে।