Solution
Correct Answer: Option D
- বাংলাদেশে মোট ১৫টি রাষ্ট্রায়ত্ত্ব চিনি কল (সরকারি মালিকানাধীন) রয়েছে। এই কলগুলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়।
- এই ১৫টি সরকারি চিনি কলের তালিকা হলো:
১. কুষ্টিয়া চিনিকল
২. পঞ্চগড় চিনিকল
৩. সৈয়দপুর চিনিকল
৪. শ্যামপুর চিনিকল
৫. নর্থ বেঙ্গল চিনিকল
৬. দর্শনা চিনিকল
৭. করতোয়া চিনিকল
৮. পাবনা চিনিকল
৯. মওলানা ভাসানী চিনিকল
১০. ফরিদপুর চিনিকল
১১. মিলন নগর চিনিকল
১২. ঝিনাইদহ চিনিকল
১৩. অ্যালোন বেজা চিনিকল
১৪. চাঁদপুর চিনিকল
১৫. মদনপুর চিনিকল