সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?
Solution
Correct Answer: Option A
-বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে।
-সেতার, সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত।
-ব্রিটিশ সরকার তাঁকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করে।
-অতঃপর ভারত সরকার তাঁকে একে একে
-‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২),
-‘পদ্মভূষণ’ (১৯৫৮) ও
-‘পদ্মবিভূষণ’ (১৯৭১);
-বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম’ (১৯৬১) এবং
-দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করে।
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ্ মুসলিম হল তাঁকে আজীবন সদস্যপদ দান করে।
-১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।