Solution
Correct Answer: Option A
বিরল খনিজ মজুতে শীর্ষ দেশ হিসেবে চীনের স্থান বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।
- চীন পৃথিবীর সবচেয়ে বড় rare earth elements উৎপাদনকারী দেশ, যাদের মজুদও অত্যন্ত বেশি।
- এই খনিজগুলি আধুনিক প্রযুক্তি, যেমন স্মার্টফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ইলেকট্রিক যানবাহন এবং নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে অপরিহার্য উপাদান।
- চীন সরকারের নিয়ন্ত্রিত সংস্থান ও উৎপাদন কার্যক্রমের কারণে তারা বিশ্ববাজারে এই খনিজের সাপ্লাই চেইনের ক্ষেত্রে প্রাধান্য ধরে রেখেছে।
- অন্য দেশ যেমন বলিভিয়া বা ইউক্রেনেরও মজুদ থাকে, তবে উৎপাদন এবং সাপ্লাইয়ে চীনের তুলনা হয়নি।
এ কারণে বিরল খনিজ মজুতে চীনকে শীর্ষ দেশ হিসেবে ধরা হয়।