টাকায় ৫টি লেবু ক্রয় করে টাকায় ৪টি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
Solution
Correct Answer: Option D
৫টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা
৪টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা
লাভ = (১/৪) - (১/৫) টাকা
= (৫ - ৪)/২০ টাকা
= ১/২০ টাকা
শতকরা লাভ = [{(১/২০)/(১/৫)} × ১০০]%
= [(১/২০)×(৫/১) ×১০০]%
= ২৫%