Solution
Correct Answer: Option A
- বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো গ্রিনহাউস গ্যাস কমাতে হিমশিম খেলেও, ভুটানের নেতৃত্বে চার কার্বন নিরপেক্ষ দেশ—ভুটান, পানামা, সুরিনাম, ও মাদাগাস্কার—‘জি-জিরো’ নামে একটি নতুন গোষ্ঠী তৈরি করেছে।
- বাকুতে ‘কপ ২৯’-এর আসরে সেই গোষ্ঠী গঠনের পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীতে যে কয়টি কার্বনহীন অথবা কার্বন নিরপেক্ষ দেশ রয়েছে, ভুটান সেগুলোর অন্যতম। আমরা চাই, আমাদের মডেল অন্যরাও গ্রহণ করুক। নতুন এই গোষ্ঠী সেই লক্ষ্য পূরণে কাজ করবে।’
তথ্যসূত্র: প্রথম আলো।