Which country hosted the World Economic forum Annual Meeting in 2024?
Solution
Correct Answer: Option B
- ২০২৪ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত হয়েছিল (৫৪ তম বার্ষিক সভা)।
- ২০২৪ সালে অনুষ্ঠিত এই সভার থিম ছিল "আস্থার পুনর্নির্মাণ"।
- ১০০টির বেশি দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান, ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করেছিলেন।
- ১৯৭১ সালে ক্লাউস শওয়াব ‘World Economic Forum' প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কলোগনিতে অবস্থিত।