টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে?
Solution
Correct Answer: Option A
ক্রয়মূল্য ১০০ টাকায় হলে ৪% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ৪ = ৯৬ টাকা
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৬ = ২৫/২৪ টাকা
∴ ১২ টি লেবুর ক্রয়মূল্য টাকা ২৫/২৪ টাকা
৪৪% লাভে বিক্রয় মূল্য ১৪৪ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪৪ টাকা
∴ ক্রয়মূল্য ২৫/২৪ টাকা হলে বিক্রয়মূল্য (১৪৪ × ২৫)/(২৪ × ১০০) টাকা
=৩/২ টাকা
৩/২ টাকায় বিক্রি করতে হবে ১২ টি লেবু
∴ ১ টাকায় বিক্রি করতে হবে (১২ × ২)/৩ বা, ৮টি লেবু।