Solution
Correct Answer: Option A
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় ,তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন :
মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায়
পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায়
বহুলতা = বাহু লতার ন্যায়
বদ্বীপ = ব- এর মতো দ্বীপ
প্রাণপ্রিয় = প্রাণের মতো প্রিয়
রক্তকমল = কমল রক্তের ন্যায়
পদ্মাসন = আসন পদ্মের ন্যায়