আজাদ সাহেবের মাসিক বেতন ১৫০০০ টাকা । এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?
A ১৬০৭৫টাকা
B ১৬০৫০টাকা
C ১৬০০০টাকা
D ১৭০০০টাকা
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে:
প্রাথমিক বেতন = 15000 টাকা
বৃদ্ধির হার = 7% = 7/100 = 0.07
নতুন বেতন = প্রাথমিক বেতন + (প্রাথমিক বেতন × বৃদ্ধির হার)
= 15000 + (15000 × 0.07)
= 15000 + 1050
= 16050 টাকা
অতএব, আজাদ সাহেবের বর্তমান মাসিক বেতন = 16050 টাকা।