পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?

A ফ্রান্স

B যুক্তরাষ্ট্র

C অস্ট্রেলিয়া

D যুক্তরাজ্য

Solution

Correct Answer: Option C

-পাপুয়া নিউগিনি (ইংরেজি: Papua New Guinea) প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
-এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। 
-স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
 
-প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে।
-১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions