মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সে কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে?

A ৬ দিনে

B ১২ দিনে

C ১৮ দিনে

D ৮ দিনে

Solution

Correct Answer: Option A

মিতা একটি কাজ করতে পারে ১০ দিনে
মিতা ১ দিনে করতে পারে ১/১০ অংশ।

রিতা ঐ কাজ ১৫ দিনে করতে পারে
রিতা ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।

মিতা ও রিতা একত্রে ১ দিনে করতে পারে,
(১/১০) + (১/১৫)
= (৩ + ২)/৩০
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

মিতা ও রিতা একত্রে ১/৬ অংশ কাজ করতে পারে = ১ দিনে
সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (৬/১)/১ = ৬ দিনে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions