যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কী বলে?
A ভাব বিশেষণ
B বিশেষ্যর বিশেষণ
C বিশেষণ
D নাম বিশেষণ
Solution
Correct Answer: Option D
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
- যেমন: তাজা মাছ।
- প্রদত্ত উদাহরণে অবস্থাবাচক বিশেষণ 'তাজা' দ্বারা জাতিবাচক বিশেষ্য 'মাছ' এর অবস্থা বোঝানো হয়েছে।