A The act of using someones else's idea as one's own.
B The act of planning everything beforehand.
C The act of playing a musical instrument.
D The art of dealing with forgery.
Solution
Correct Answer: Option A
'Plagiarism' হলো একটি নৈতিক ও আইনগত অপরাধ। এটি ঘটে যখন কেউ অন্য ব্যক্তির লেখা, চিন্তাভাবনা, ধারণা বা সৃজনশীল কাজকে নিজের বলে দাবি করে। এটি শুধুমাত্র লেখা নয়, যেকোনو ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। উদাহরণস্বরূপ, কারও গবেষণার ফলাফল, শিল্পকর্ম, সংগীত, বা software code-ও plagiarism এর আওতায় পড়তে পারে।
শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং প্রকাশনা জগতে plagiarism একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এটি মূলত একধরনের বৌদ্ধিক চুরি, যা সৃজনশীলতা ও মৌলিক চিন্তাভাবনাকে নিরুৎসাহিত করে এবং অন্যের পরিশ্রমের প্রতি অসম্মান প্রদর্শন করে।