Solution
Correct Answer: Option D
- ইলেকট্রন পরমাণুর অন্যতম ক্ষুদ্রতম কণিকা।
- এটি সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান।
- ইলেকট্রনের ভর অত্যন্ত সামান্য।
- একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেন পরমাণুর তুলনায় প্রায় ১৮৪০ গুণ কম।
- ইলেকট্রন একটি একক ঋণাত্মক তড়িৎধারী কণা।
- এর সংকেত e⁻।
- ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 × 10⁻²⁸ g, এবং প্রকৃত আধান -1.60 × 10⁻¹⁹ Coulomb।
- এর আপেক্ষিক আধান -1।