মুহাম্মদ বিন কাসিম ভারত বর্ষে আগমন করেন কত সালে?
Solution
Correct Answer: Option C
- ইরাকের গর্ভনর হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহম্মদ বিন কাসিম ৭১২ সালে ভারতবর্ষে অভিযান চালায়।
- তিনি ভারতবর্ষের সিন্ধু ও মুলতান অধিকার করেন।
- তখন সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির।
- জলদস্যুগণ সিন্ধুর দাইবুল বন্দরের কাছে কয়েকটি আরব জাহাজ লুণ্ঠন করেছিল।
- রাজা দাহির ক্ষতিপূরণ দিতে রাজি হননি।
- তাই হাজ্জাজ বিন ইউসুফ এ অভিযান প্রেরণ করেন।