বৃত্তের ব্যাসার্ধ ১০% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
অর্থাৎ, বৃত্তের ব্যাসার্ধ ১০% কমলে ২ বার ১০% করে কমবে।
প্রথম বার কমে হবে = (১০০ - ১০)% = ৯০%
দ্বিতীয় বার কমবে = ৯০ এর ১০%
= ৯০ × (১০/১০০)
= ৯%
∴ ক্ষেত্রফল মোট কমবে = (১০ + ৯) = ১৯%