Solution
Correct Answer: Option D
- ‘হাত-ভারী” বাগধারাটির অর্থ ‘কৃপণ”। উল্লেখ্য, হাত দিয়ে শব্দের বিশিষ্ট প্রয়োগঃ
শব্দ - বিশেষ অর্থ
হাত আসা - দক্ষতা
হাতে আসা - আয়ত্তে আনা
হাত গুটান - কার্যে বিরতি
হাত ছাড়া - হস্তচ্যূত
হাত থাকা - প্রভাব
হাতের পাচ - শেষ সম্বল
হাতে হাতে - অবিলম্বে
হাতে খড়ি - বিদ্যারম্ভ
হাতে কলমে - কার্যকর ভাবে
হাতটান - চুরির অভ্যাস