বাংলাদেশে 'জাইকা' কোন বিষয়ের উপর কাজ করে ?

A সর্বাধিক উন্নয়ন

B ধর্মপ্রচার

C জনসংখ্যা

D শিশুশিক্ষা

Solution

Correct Answer: Option A

সহজ অর্থে ঋণ প্রদান এবং বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপান সরকারের দাতা সংস্থা 'জাপান' ইন্টারন্যাশনাল কো-অপারেশনে এজেন্সী (জাইকা) বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগি ও দাতা সন্সথা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions